¡Sorpréndeme!

আওয়ামী লীগ নেতা ফরহাদ হত্যায় ‘পেশাদার দুই খুনি’ || Jagonews24.com

2021-06-15 0 Dailymotion

ঈদের আগের দিন (১৫ জুন, শুক্রবার) জুমার নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে আসতেই দুজন যুবকের টার্গেটে পড়েন আওয়ামী লীগ নেতা ফরহাদ আলী (৫৪)। উত্তর বাড্ডার আলীর মোড় এলাকার পূর্বাঞ্চল-১ নম্বর লেন সংলগ্ন বায়তুস সালাম জামে মসজিদের সামনে ফরহাদকে চারটি গুলি ছুড়ে পালিয়ে গুলশান গুদারাঘাটের রাস্তা ধরেন ওই দুই যুবক। গুদারাঘাট চেকপোস্টে পুলিশের ওপরও গুলি ছোড়েন তারা।

পুলিশ সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই গুদারাঘাট চেকপোস্ট পেরিয়ে ডেসকো ভবনের পেছন দিয়ে তারা মিশে যান মানুষের মাঝে। পুলিশ কর্তৃক উদ্ধার করা ভিডিও ফুটেজে দেখা গেছে তাদের পালানোর সেই চিত্র। ভিডিও ফুটেজের একটি কপি জাগো নিউজের হাতেও এসেছে।